Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যাবতীয় কাযর্ক্রমের সমূহ:-

ক্রমিক নং

কাযর্ক্রম সমূহ

01

স্বাস্থ্য কমপ্লেক্স- 01 টি ।

02

ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র- 01 টি।

03

ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র- 08 টি।

04

কমিউনিটি ক্লিনিক – 23 টি চালু এবং।

05

এমএনএইচআই প্রোগ্রাম চালু।

প্রদত্ত সেবা সমূহঃ-

ক্রঃ নং

সেবা নাম ও বিবরণ

01

বর্হিঃ বিভাগের সেবা- 8:30 মি: হইতে 2:30মিঃ (সরকারী ছুটির দিন বাদে)

02

জরুরী বিভাগের সেবা- 24 ঘন্টা খোলা (সকল ছুটির দিন সহ)

03

আন্তঃ বিভাগের সেবা- 24 ঘন্টা খোলা (সকল ছুটির দিন সহ)ভর্তি রোগীদের বিনামূল্যে খাবার ও ঔষধ প্রদান।

04

বর্হিঃ বিভাগে বিদ্যমান সুযোগ সুবিধা অনুযায়ী বিনামূল্যে সকল চিকিৎসা সেবা ও বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে প্রয়োজনীয় পরামশ প্রদান।

05

সরবরাহ সাপেক্ষে বিনামূল্যে ঔষধ প্রদান।

06

ভর্তি রোগীদের বিনামূল্যে খাবার সরবরাহ।

07

ল্যাবরেটরীর মাধ্যমে সরকার নির্ধারিত ইউজার ফি এর বিনিময়ে রক্ত, মলমূত্র, রক্তের গ্রুপ পরীক্ষা এবং বিনামূল্যে কফ্ পরীক্ষা।

08

0-5 বৎসরের শিশুদের আই.এম.সি.আই কর্ণারে আলাদা চিকিৎসা প্রদান।

09

ইপিআই কার্য্যক্রমের আওতায় 0-1 বছর বয়সী শিশুদের প্রতিষেধক টিকা এবং 15-49 বৎসর বয়সী সকল মহিলা ও পেগন্যান্ট মায়েদের টিটি টিকা প্রদান।

10

স্বাস্থ্য, পুষ্টি ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত স্বাস্থ্য শিক্ষা প্রদান।

11

দিবারাত্র 24 ঘন্টা জরুরী প্রসূতি সেবা (ডেলিভারী) চিকিৎসা প্রদান।

12

সক্ষম দম্পতিদের পরিবার পরিকল্পনা বিষয়ক সেবা প্রদান ও পদ্ধতি নির্বাচনে সহায়তা প্রদান।

13

সরকারী নীতিমালার আওতায় এ্যাম্বুলেন্স সার্ভিস প্রদান।

14

কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে গর্ভবতী, নবজাতক শিশুদের এবং সাধারণ রোগের সেবা প্রদান ও ইপিআই কার্যক্রম পরিচালনা।